বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আইকিউওও মোবাইল গতমাসে বেশ কয়েকটি ফোন লঞ্চ করেছে, এই মাসেও বাজারে আসছে আরো কয়েকটি ফোন। আজকে আমরা পাঠকদের জন্য আইকিউওও ৯ প্রো এই ফোনটি নিয়ে আলোচনা করব। এটি একটি হাই বাজেটের ফোন। উচ্চ ক্ষমতাসম্পন্ন গেমিং প্রসেসর, উন্নত ক্যামেরাসহ নানাবিধ সুবিধা মিলবে এই ফোনটিতে। আপাতত ফোনটি চীনের বাজারে লঞ্চ হয়েছে । প্রসেসর হিসেবে রয়েছে সদ্য লঞ্চ হওয়া স্ন্যাপড্রাগন ৮ জেন ১ (Snapdragon 8 Gen 1 SoC) প্রসেসর। মূলত গেমারদের জন্যই এই ফোনটি তৈরি করা হয়েছে। রয়েছে UFS 3.1 স্টোরেজ। এদের মধ্যে ভ্যানিলা আইকিউওও ৯ ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট স্যামসাং ই৫ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আবার আইকিউওও ৯ প্রো মডেলে রয়েছে একটি কোয়াড HD+ ই৫ OLED ডিসপ্লে। সফ্টওয়্যারের দিক থেকে ফোনটি চালিত হবে অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক অরিজিনওএস ওশিয়ান (OriginOS Ocena) অপারেটিং সিস্টেমের সাহায্যে।
চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
ডিসপ্লেঃ
অআইকিউওও ৯ প্রো মোবাইলটিতে দেওয়া হয়েছে একটি ৬.৭৮ ইঞ্চি কোয়াড-HD+ Samsung E5 10-bit LTPO 2.0 ডিসপ্লে রয়েছে। ফোনটির রেজোলিউশন ৩২০০X১৪৪০ পিক্সেলস এবং রিফ্রেশ রেট ১২০Hz। এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট ৩৬০Hz।। উক্ত ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৫৭১।
বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। এই মোবাইলটির আয়তন হবে ১৬৪.৮X৭৫.২X৮.৮ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ২০৪ গ্রাম।
হার্ডওয়্যার:
অআইকিউওও ৯ প্রো ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৭৩০। গেমিংসহ নানারকম সুবিধা মিলবে এই ফোনটিতে। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮/১২ জিবি র্যাম এবং ২৫৬/৫১২ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১২। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। অআইকিউওও ৯ প্রো মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪,৭০০ মিলি অ্যাম্পিয়ার এর লিথিয়াম আয়ন এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। এছাড়া এখানে ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ১২০ ওয়াটের ফাস্ট, ৫০ ওয়াটের ওয়্যারলেস এবং ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।
ক্যামেরাঃ
অআইকিউওও ৯ প্রো তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, একটি ১৬ মেগাপিক্সেলের টেলিফটো এবং অপরটি হবে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের সেন্সর সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট, ও আই এস, ফেস বিউটি এবং টাইমলেপস এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/১২০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে।
মূল্যঃ
অআইকিউওও ৯ প্রো মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৬৮,৬২১ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।