জুমবাংলা ডেস্ক: আইনজীবীকে হেনস্থার প্রতিবাদে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূরের অপসারণের দাবিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর হাকিম আদালতের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় তার অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগানও দিতে থাকেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের কোর্টে ওঠার কথা ছিল। কিন্তু তিনি কোর্টে ওঠেন দুপুর একটায়। এসময় দেরিতে কোর্টে ওঠার কারণ জানতে চাইলে আইনজীবী মোহাম্মদ রুবেল আহমেদকে টানা দুই ঘণ্টা আদালতের লকআপে দাঁড় করিয়ে রাখেন ওই ম্যাজিস্ট্রেট। তারই সূত্র ধরে আজকের সিএমএম আদালতের সকল কার্যক্রম বর্জন করেছেন ঢাকা বারের সকল আইনজীবী।
পরে আন্দোলনের মুখে দুই দিনের ছুটিতে পাঠানো হয় অভিযুক্ত ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরকে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তার আদালতের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
জানা গেছে, আইনজীবী রুবেল আহমেদ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের সামনে যেতেই তিনি বলেন, ‘আপনি আদালতে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছেন। আপনার মামলা এখন শুনবো না। আপনি পরে আসবেন, পরে শুনবো।’
এরপর সেই আইনজীবী পরে গেলে আদালত চলাকালীন তাকে পুলিশ দিয়ে লকআপে আটকে রাখেন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। এ সময় তার আইনজীবী সনদ বাতিল করে দেবেন এবং তার মামলা না শোনার জন্য সব ম্যাজিস্ট্রেটকে বলে দেবেন বলে হুমকি দেন ওই ম্যাজিস্ট্রেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


