১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএল’র মেগা নিলাম

স্পোর্টস ডেস্ক: আগেই জানা, বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৫তম আসরের আগে হবে মেগা নিলাম। যেখান থেকে নতুন করে নিজেদের দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার জানা গেলো, সেই মেগা নিলামের দিনক্ষণ।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি; অর্থাৎ দুইদিন ধরে হবে আইপিএলের মেগা নিলাম। এবারের নিলামের ভেন্যু ব্যাঙ্গালুরু।

টুর্নামেন্টের নতুন দুই দল নিজেদের তিনজন খেলোয়াড় বাছাই করে নেওয়ার পর জানুয়ারির মাঝামাঝি সময়ে চূড়ান্ত ঘোষণা করা হবে নিলামের খেলোয়াড় তালিকা।

প্রাথমিকভাবে নতুন দুই আহমেদাবাদ ও লখনৌয়ের জন্য তিনজন খেলোয়াড় বাছাই করে নেওয়ার শেষ সময় ছিল ২৫ ডিসেম্বর। তবে এটি একপ্রকার নিশ্চিত যে এ সময়টি পিছিয়ে যাবে। কারণ এখনও পর্যন্ত আহমেদাবাদের মালিকানা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিসিসিআই।