স্পোর্টস ডেস্ক: আগামীকাল (২৮ মে) রাতে শিরোপা লড়াইয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গুজরাট টাইটান্স। প্রথম কোয়লিফায়ারে চেন্নাই এর কাছে হেরে গেলেও প্লে অফের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে হার্দিক পান্ডিয়ার দল।
আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়নদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল গুজরাট টাইটান্স। এ ম্যাচে গুজরাটের জয়ের নায়ক শুভমান গিল ও মোহিত শর্মা। চলমান আইপিএলে অসাধারণ ফর্মের ধারাবাহিকতায় আরেকটি সেঞ্চুরি উপহার দিলেন শুবমান গিল। চার ইনিংসের মধ্যে এটি তার তৃতীয় শতক।
দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার (২৬ মে ) হার্দিক পান্ডিয়ার দল ৬২ রানে হারায় মুম্বাই ইন্ডিয়ান্সকে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বৃষ্টির কারণে আধা ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে গুজরাট।
গুজরাট টাইটান্স শুভমান গিলের ৬০ বলে ১২৯ রানের অনবদ্য ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২৩৩ রানের পাহাড়সম লক্ষ দাড়া করে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে। গিলের ব্যাটিং এর পরে গুজরাটের হয়ে বোলিংয়ে আলো ছড়ান মোহিত শর্মা। ২.২ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছে মোহিত। মোহিত শর্মার এমন বোলিংয়েই খেলা থেকে ছিটকে পরে মুম্বাই।
বড় রান তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভালো করতে পারেনি মুম্বাই। প্রথম তিন ওভারের মধ্যেই ফিরে যান রোহিত ও নেহাল ওয়াধেরা। মাত্র আট রান করেই সাজঘরে ফেরেন মুম্বাই অধিনায়ক। তিলক ভার্মা, গ্রিন, সূর্যকুমার যাদব মুম্বাইকে কিছুটা আশা দেখালেও দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারেনি। ৩৮ বলে ৬১ রান করেন সূর্যকুমার।
১ ওভার ৪ বল বাকি থাকতেই ১৭১ রানে অলআউট হয় মুম্বাই। শুবমান গিল হয়েছেন ম্যান অব দা ম্যাচ। রবিবার ২৮ মে আইপিএলের ১৬ তম আসরের মেগা ফাইনালে মুখোমুখী হবে মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।