আইপিএলে আবারো মোস্তাফিজের অধিনায়ক ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ায় জাতীয় দলের বাইরে রয়েছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার রিশভ পন্ত। এই কারণে আসন্ন আইপিএলেও খেলতে পারবেন না তিনি। তাই দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে আসবেন কে- এটা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। অতঃপর জানা গেল মোস্তাফিজুর রহমানের দলের নেতৃত্বে থাকবেন ডেভিড ওয়ার্নার।
পন্তের জায়গায় অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের কথা আগে থেকেই ভেবে রেখেছিলো দিল্লি। কিন্তু ওয়ার্নারের ইনজুরির কারণে সেই সিদ্ধান্ত দ্রুত নিতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। অবশেষে ইনজুরির সমস্যা কাটিয়ে উঠেছেন অজি ওপেনার। আর পেয়ে গেলেন অধিনায়কত্বও।
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও জনপ্রিয় এই ঘরোয়া ক্রিকেটীয় আসরে দিল্লি ক্যাপিটালসে ডেভিড ওয়ার্নারের ডেপুটি হিসেবে থাকছেন ভারতীয় বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। আর দলটির হেড কোচের দায়িত্ব থাকবেন সাবেক অস্ট্রেলিয়া দলনেতা রিকি পন্টিং।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার জার্সিগায়ে ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার। ব্যাট হাতে তুলেছেন ২৮৯৪ রান। শতরানের ইনিংস খেলেছেন একটি। আর আইপিএল ক্যারিয়ারে খেলেছেন মোট ১৬২টি ম্যাচ। রান তুলেছেন ৫৮৮১।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।