স্পোর্টস ডেস্ক : স্বপ্নের মতো অভিষেক যাকে বলে, মায়াঙ্ক যাদবের ক্ষেত্রে তা-ই হয়েছিল। কয়েক বছর দলের সঙ্গে ঘুরঘুর করা এ পেসার আইপিএলে সুযোগ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। ইনজুরিতে পড়ায় অভিষেক মৌসুমে মাত্র ৪টি ম্যাচ খেলার সুযোগ পেলেও জেতেন ২টি ম্যাচসেরার পুরস্কার।
লখনৌ সুপার জায়ান্টসের হয়ে অভিষেক ম্যাচে মায়াঙ্ক ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পরের ম্যাচে সমানসংখ্যক উইকেট নিতে খরচ করেন মাত্র ১৪ রান। তৃতীয় ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি, দীর্ঘ এক মাস পর ফিরলেও নিজের কোটা পূরণ করতে পারেননি। এরপর টুর্নামেন্ট থেকেই ছিটকে যান।
অভিষেক মৌসুমে লখনৌর জার্সিতে প্রায় ১৫৬ কিলোমিটার গতিতেও বল করেন মায়াঙ্ক, প্রতিটি বলের গতিই ছিল দেড়শর আশাপাশে। প্রতিপক্ষ ব্যাটারের জন্য অবস্থা এতই বেগতিক বানিয়ে ফেলেছিলেন যে, উইকেটে স্থায়ী হওয়াই কঠিন ছিল। গতির ঝড় তোলা এ পেসারকে বাংলাদেশ সিরিজের জন্য দলে নিয়েছে ভারত। নতুন মুখ আরও বেশ কয়েকজন।
৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজ থেকে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, শুভমান গিল, যশ্বসী জয়সওয়াল, রিশভ পন্ত, অক্ষর প্যাটেলরা বিশ্রাম পেয়েছেন। ফলে ডাক পেয়েছেন অভিষেক শর্মা, নিতিশ রেড্ডি, জিতেশ শর্মা, হার্তিশ রানার মতো নতুনরা। তারা প্রত্যেকে গত আইপিএলে পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।