স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে খারাপ সময় কাটাচ্ছেন রোহিত শর্মা। তার ফর্ম এতটাই খারাপ যে, চলতি আইপিএলে সর্বাধিক ‘ডাক’ মারার রেকর্ড গড়ে ফেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। আজ শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে রোহিত ৩ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান। রানে ফিরতে আজ তিনে নেমেছিলেন রোহিত, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
আইপিএলের ইতিহাসে সর্বাধিক ‘ডাক’ মারার লজ্জার রেকর্ডটি এখন রোহিতের। ‘হিটম্যান’ খ্যাত রোহিত এই নিয়ে ১৬ বার ‘ডাক’ মারলেন। এতদিন রেকর্ডটি যৌথভাবে ছিল রোহিত, দিনেশ কার্তিক, মনদীপ সিং ও সুনীল নারাইনের। তারা সবাই ১৫ বার করে ‘ডাক’ মেরেছিলেন। তবে আজ এই রেকর্ড শুধুই রোহিতের হয়ে গেল!
অথচ, রোহিত শর্মা হলেন আইপিএলের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। তার রান এখন ৬০৬৩। মোট ১৯বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। যা ভারতীয় ক্রিকেটারদের মাঝে সর্বোচ্চ। ৩৬ বছর বয়সী রোহিত এখন সেরা ছন্দে নেই। আগের মৌসুমেও তিনি ছন্দে ছিলেন না। ১৪ ম্যাচে সব মিলিয়ে রান করেছিলেন ২৬৮। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১০ ইনিংসে ১৭.২ গড়ে তার সংগ্রহ মাত্র ১৩৮ রান!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।