স্পোর্টস ডেস্ক : ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্ট আইপিএলের ১৪তম আসরের নিলামে ইতিহাসের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামের ক্রিকেটার হয়েছেন ক্রিস মরিস। ১৬ কোটি ২৫ লক্ষ রূপির বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। এর আগে ২০১৫ সালে দিল্লীর হয়ে খেলা ভারতের যুবরাজ সিং ছিলেন সবচেয়ে দামি খেলোয়াড। যার মূল্য ছিলো ১৬ কোটি।
আইপিএলের ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। যেখানে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসের ভিত্তিমূল্য ছিলো ৭৫ লাখ রুপি। তুমুল কাড়াকাড়ির পর এই ক্রিকেটারকে ১৬ কোটি ২৫ লক্ষ রুপি দিয়ে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস।
মরিস ছাড়া নিলামে দশ কোটির ওপরে দাম পেয়েছেন আরো তিন জন ক্রিকেটার। নিলামে বেশি চাহিদা ছিল অলরাউন্ডার আর পেস বোলারদের।