স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসর থেকে ছিটকে পড়েছেন। এবারের আসরে পয়েন্ট টেবিলের উপরের দিকের দল দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলছিলেন তিনি।
আইপিএলের চলতি আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন রাবাদা। দিল্লীর সাফল্যের পেছনে তার ক্ষুরধার বোলিংয়ের ছিল বড় ভূমিকা।
ইনজুরিতে পড়ার আগে ১২ ম্যাচ খেলে ২৫টি উইকেট শিকার করে এখন পর্যন্ত দ্বাদশ আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি রাবাদা, যেখানে গড় ১৪.৭২ ও ইকোনোমি রেট ৭.৮২। যদিও দলের সর্বশেষ ম্যাচে (বর্তমান চ্যাম্পিয়ন্স চেন্নাই সুপার কিংসের বিপক্ষে) বিশ্রামে ছিলেন তিনি। তবুও চোট সেরে না ওঠায় এবার ছিটকে পড়তে হয়েছে আসরের বাকি অংসের পুরোটা থেকেই।
চোটের কারণে ভারত ছেড়ে রাবাদা উড়াল দিয়েছেন দক্ষিণ আফ্রিকায়। তার এই চোট বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুত হওয়া দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকেও ফেলেছে দুশ্চিন্তায়।
দেশের উদ্দেশে উড়াল দেওয়ার আগে রাবাদা বলেন, ‘টুর্নামেন্টের এমন একটা পর্যায়ে দিল্লী ক্যাপিটালসকে ছেড়ে যাওয়া আমার জন্য খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে যেহেতু বিশ্বকাপের আর মাত্র এক মাস বাকি, তাই আমাকে যথোপযুক্ত সিদ্ধান্তটিই নিতে হয়েছে।’
রাবাদা আরও বলেন, ‘দিল্লী ক্যাপিটালসের হয়ে আমার জন্য এটি এখন পর্যন্ত দুর্দান্ত এক আসর ছিল, মাঠে এবং মাঠের বাইরেও। এবং আমি সবসময় বিশ্বাস করেছি, আমাদের দল এবার শিরোপা জিততে পারে।’
প্রসঙ্গত, মেরুদণ্ডে রাবাদার পাওয়া এই চোট ‘ব্যাক নিগল’ হিসেবে পরিচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।