Advertisement
পুঁজিবাজার ডেস্ক : আগামী ১৩ এপ্রিল থেকে আইপিও সাবস্ক্রিপশন শুরু করতে যাচ্ছে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের অনুমোদন পাওয়া এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।
আগ্রহী বিনিয়োগকারীরা আগামী ২০ এপ্রিলের মধ্যে কোম্পানিটির আইপিও চাঁদা জমা দিতে পারবেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৯তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করা হয়।
জানা যায়, কোম্পানিটি আইপিওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ইস্যু করবে। এর
মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করবে। এ অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি ট্রেজারি বন্ড ও অন্যান্য খাতে বিনিয়োগের পাশাপাশি আইপিওর ব্যয় নির্বাহ করবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel