অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর অ্যাপল আইফোন ১৪, ১৪ প্লাস, ১৪ প্রো এবং ১৪ প্রো ম্যাক্স স্মার্টফোন বিশ্বব্যাপী উন্মোচন করে। আইফোন ১৪ সিরিজ স্মার্টফোনে অনেক সেকশনে উন্নতি ঘটানো হয়েছে। তবে আগ্রহী ক্রেতাদের বিরক্ত হওয়ার মতো এমন ফিচার রয়েছে যা iphone 14 স্মার্টফোন ক্রয় করা থেকে বিরত রাখার জন্য যথেষ্ট।
আইফোন ১৪ সিরিজে ফিজিক্যাল সিম কার্ড স্লট নেই। সত্যিকার অর্থে আইফোন ১৪ সিরিজের একটি স্মার্টফোনেও সিম কার্ড ট্রে দেওয়া হয়নি।
সিম কার্ড ট্রে না দেওয়ার বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর। কেননা যারা ঘন ঘন যুক্তরাষ্ট্রের বাইরে যান বা বিভিন্ন দেশে ভ্রমণ করেন তারা লোকাল সিম কার্ড ব্যবহার করতে না পারলে ভোগান্তিতে পড়তে হবে।
আইফোন ১৪ সিরিজ ই-সিম প্রযুক্তি সাপোর্ট করে। কিন্তু সমস্যা হচ্ছে সকল মোবাইল নেটওয়ার্ক অপারেটর এ প্রযুক্তি সাপোর্ট করে না। এমনকি তাদের প্রিপেইড, পোস্টপেইড কোন পরিকল্পনাতে ই-সিম প্রযুক্তি অন্তর্ভুক্ত নয়।
বিশ্বের অনেক দেশেই এখনো ই-সিম প্রযুক্তি চালু হয়নি। ফলে যুক্তরাষ্ট্রের কোন নাগরিক যদি এমন কোথাও যান যেখানে এ প্রযুক্তি নেই বরং লোকাল সিম ট্রে ব্যবহার করা বাধ্যতামূলক তখন তার iphone 14 smartphone কোন কাজে আসবে না।
আরেকটি বিষয় হচ্ছে ই-সিম প্ল্যান বেশ ব্যয়বহুল। সে তুলনায় ফিজিক্যাল সিম কার্ড সিস্টেম কম খরচের মধ্যে পাওয়া যায়।
একজন কাস্টমার অনেক অর্থ খরচ করে আইফোন ১৪ সিরিজের স্মার্টফোন কিনবেন এবং পরবর্তীতে physical সিম কার্ড ব্যবহার করার সিস্টেম না থাকার ফলে তাকে ই-সিমের জন্য আরো অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে যা অনেক ক্ষেত্রে যুক্তিসঙ্গত নয়।
এ সিস্টেমের আরো একটি অসুবিধা হচ্ছে এটা আইফোনে সেটআপ করা বেশ কঠিন হবে। আপনি অন্য দেশে যাওয়ার পর সেখানে ই-সিম এর প্রোফাইল আপনার আইফোনে সেটআপ করা কষ্টসাধ্য হতে পারে।
যদিও ই-সিমকে স্মার্টফোনের ভবিষ্যৎ প্রযুক্তি বলা হয় তবুও এখনো ফিজিক্যাল সিম কার্ড স্লট কাস্টমারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।