বশেমুরকৃবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং এর উদ্যোগে বিশ্ব ডিএনএ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিশ্ব ডিএনএ দিবস উপলক্ষ্যে এই ফেস্টের আয়োজন করা হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত উক্ত ফেস্টে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও জেনেটিক ইন্জিনিয়ারিং এর প্রতিষ্ঠাতা পরিচালক বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম। এছাড়াও প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের হেড এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো প্রফেসর ড. মামুন আল মাহতাব স্বপ্নীল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. আহসান হাবীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি প্রোগ্রামের প্রফেসর ড. অপর্না ইসলাম।
প্রধান আলোচক হিসেবে প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম তার মূল প্রবন্ধে ডিএনএ গবেষণার ঐতিহাসিক পটভূমি, যুগান্তরারী আবিস্কারসমূহ, এবং মানব কল্যাণে ঐসব গবেষণার প্রয়োগ দৃষ্টান্তসহকারে তুলে ধরেন। তিনি কৃষি, শিল্প এবং চিকিৎসা ক্ষেত্রে জিন প্রকৌশল এবং জিনোম এডিটিং প্রযুক্তির বিপ্লব সৃষ্টিকারী উদাহরণ হিসেবে জিএম ইনসুলিন, জলবায়ুর অভিঘাত সহনশীল এবং উচ্চপুষ্টিসম্পন্ন ফসলের জাত এবং কভিড-১৯ মহামারী মোকাবিলায় রোগ নির্ণয় এবং ভ্যাক্সিন আবিস্কারে জীবপ্রযুক্তির প্রয়োগে ডিএনএ এবং আরএনএ গবেষণার ফলাফলের প্রভাব তুলে ধরেন। তিনি বাংলাদেশে পাট, বারমাসী কাঁঠাল, ইলিশের জিনোমিক্স, জিএমও গম ও অন্যান্য ফসলে জিনোম এডিটিং গবেষণার অগ্রগতিও আলোচনা করেন। পরিশেষে তিনি বিজ্ঞানের প্রতি তরুণ প্রজন্মের এমন আগ্রহের প্রশংসা করেন এবং এ ধরনের আলোচনা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
প্যানেল আলোচক হিসেবে প্রফেসর ড. মামুন আল মাহতাব স্বপ্নীল তার বক্তব্যে মেডিকেল সেক্টরে ডিএনএ রিসার্সের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও দেশে এবং দেশের বাইরে থেকে যুক্ত অনেক শিক্ষক এবং গবেষক তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং একটি ঐক্যবদ্ধ প্লাটফরমে ডিএনএ নিয়ে মাল্টিডিসিপ্লিনারি গবেষণার সুপারিশ করেন।
মূল আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে ডিএনএ ও জিনোম এডিটিং নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান আলোচক ড. তোফাজ্জল ইসলাম। আলোচনা শেষে ডিএনএ ডে ২০২৩ এর পোস্টার ডিজাইন, প্রবন্ধ লেখা, কবিতা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
মূল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বশেমুরকৃবির চতুর্থ বর্ষের নিশাত তাসনিম সাফা, খন্দকার আফসারা তাসনিম তটিনি এবং খালিদ হাসান।সমগ্র ডিএনএ ফেস্ট ২০২৩ এর আউটরিচ পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ কৃষি অলিম্পিয়াড।
ভার্চুয়ালি অনুষ্ঠিত মুক্ত এ আলোচনায় দেশ- বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে ১৯৩ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।