স্পোর্টস ডেস্ক: পুরো সিরিজ জুড়ে বাংলাদেশের কাছে যেন অসহায় আত্মসমর্পণই করেছে আয়ারল্যান্ড দল। সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতে স্বাগতিক বাংলাদেশ। আয়ারল্যান্ডের দেয়া ১০২ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে বিনা উইকেটে ১০২ রান করে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।
আয়ারল্যান্ডের দেয়া ১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো ঝুঁকি না নিয়েই ব্যাটিং করেছেন অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস। অল্প রান তাড়া করতে নেমে দুজনের ব্যাটেই দেখা গেছে স্ট্রোকের ফুলঝুড়ি। ১৩তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে ৩৭ বলে ফিফটি তুলে নেন লিটন। অপরাজিত থাকেন ১০ চারে ৫০ রানে। অন্যদিকে, অধিনায়ক তামিম অপরাজিত থাকেন ৪১ বলে ৫ চার ২ ছক্কায় ৪১ রানে।
এর আগে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৩ মার্চ) আগে ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। বাংলাদেশের পেসারদের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে আইরিশ ব্যাটাররা। দলীয় ১২ রানেই প্রথম শিকার ধরেন হাসান মাহমুদ। পল স্টার্লিংকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই পেসার। শুরুতেই উইকেট হারানো আইরিশরা এরপর আর নূন্যতম প্রতিরোধও গড়তে পারেনি। বাংলাদেশের পেস আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
পেসারদের বোলিং তোপে এক পর্যায়ে ৬৮ রানে ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড। ৭৯ রানে ৮ উইকেট হারানোর পর আয়ারল্যান্ডের একশো পার হওয়াই কঠিন হয়ে দাঁড়ায়। কার্টিস ক্যাম্ফারের দৃঢ়তায় শেষ পর্যন্ত তারা ২৮.১ ওভারে ১০১ রানে অলআউট হয় তারা। ক্যাম্ফার সর্বোচ্চ ৩৬ রান করেন। হাসান মাহমুদ ৩২ রানে নেন ৫ উইকেট। এছাড়া তাসকিন ২৬ রানে ৩টি আর এবাদত ২৯ রানে ২ উইকেট নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।