স্পোর্টস ডেস্ক: মিরপুরে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচের সিরিজ জিতল বাংলাদেশ। আয়ারল্যান্ডের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে বাংলাদেশ। ওপেনিং জুটিটা বদলে দেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তামিম ইকবালের সঙ্গে নাজমুল হোসেন শান্তর পরিবর্তে নেমেছিলেন লিটন দাস।
তবে খুব বেশি সময় স্থায়ী হননি লিটন। দলীয় ৩২ রানে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে লিটন ১৯ বলে করেন ২৩ রান। তিনে নামা নাজমুল হোসেন দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। চাপ নিজের কাঁধে তুলে নিয়ে লক্ষ্য পূরণের লড়াইয়ে নেতৃত্ব দেন তামিম। এদিকে তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১৪ হাজার রান করেছেন মুশফিকুর রহিম।
ব্যক্তিগত ৩১ রানে সাজঘরে ফেরেন তামিম। তবে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে অর্ধশতক তুলে নেন মুশফিক। মুমিনুল হককে নিয়ে বাকি কাজটা সারেন তিনি। মুশফিক ৫১ ও মুমিনুল ২০ রানে অপরাজিত ছিলেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে পরিষ্কার ফেভারিট ছিল বাংলাদেশ। মিরপুর টেস্টের প্রথম দুদিন সাকিব আল হাসানের দল খেলেছে ফেভারিটদের মতো। কিন্তু তৃতীয় দিন দারুণভাবে ঘুরে দাঁড়ানোর গল্প লেখে আইরিশরা। তবে চতুর্থ দিন সকালে আবারও ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় স্বাগতিকরা।
৮ উইকেটে ২৮৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা আইরিশরা অলআউট হয় ২৯২ রানে। দ্বিতীয় ইনিংসে আইরিশদের লিড ১৩৭ রানের। ফলে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৩৮ রান। এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৩৬৯ রান।
মিরপুর টেস্টের তৃতীয় দিন লরকান টাকারের সঙ্গে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্পই লেখেন অ্যান্ডি ম্যাকব্রাইন। সপ্তম উইকেট জুটিতে ১১১ রান যোগ করেন তারা। দ্বিতীয় আইরিশ হিসেবে অভিষেকে টেস্ট সেঞ্চুরি তুলে নেন টাকার।
আজ শুক্রবার চতুর্থ দিনে বাংলাদেশের ত্রাণকর্তা এবাদত। আইরিশদের বাকি ২ উইকেট শিকার করেছেন তিনি। ম্যাকব্রাইনের পর ফেরান গ্রাহাম হিউমকেও। তৃতীয় দিনের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে এবাদতের বলে বোল্ড হন ম্যাকব্রাইন (৭২)।
বাঁহাতি এই ব্যাটারের বিদায়ের পরও কিছুক্ষণ লড়ে গেছেন হিউম। তবে ব্যক্তিগত ১৪ রানে আউট হন তিনি। এবাদতের বলে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দেন হিউম। আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলাম। ৯০ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। এবাদত তিনটি, সাকিব দুটি ও শরিফুল নেন একটি উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।