বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ সম্প্রতি ক’রোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছিলেন। স্বস্তি ফিরেছিলো তার পরিবার ও সিনেমাপাড়ায়।
খারাপ খবর হলো আবারো অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তার শারীরিক অবস্থা খুবই নাজুক হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতাল আইসিইউতে নেয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ। তিনি বুধবার ৫ জানুয়ারি ফেসবুকে লেখেন, ‘চলচ্চিত্রে আমার একমাত্র অভিভাবক. প্রখ্যাত পরিচালক, প্রযোজক ও অভিনেতা শ্রদ্ধেয় কাজী হায়াৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে আছেন। ফেসবুকের সকল বন্ধুদের কাছে দোয়া কামনা করছি তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমীন।’
এছাড়া শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানও বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাজী হায়াৎ ভাই বেশকিছু দিন ধরেই অসুস্থ। গেল মাসেও হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মাঝখানে সুস্থ হয়ে বাসায় ফিরলেও মঙ্গলবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বুকে ব্যথা শুরু হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন।
জায়েদ জানান, শিল্পী সমিতির পক্ষে সার্বক্ষণিক কাজী হায়াৎ ভাইয়ের পরিবারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। আজ দুপুরে তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন ওমর সানী ভাই ও মিশা সওদাগর ভাই।
সম্প্রতি এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কাজী হায়াৎ।
১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কাজী হায়াৎ। পরে আলমগীর কবীরের সাথে ‘সীমানা পেরিয়ে’ ছবিতেও সহকারী পরিচালক হিসেবে ক্যামেরার পেছনে কাজ করেছেন তিনি।
১৯৭৯ সালে ‘দ্য ফাদার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পর দীর্ঘ ক্যারিয়ারে দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, আম্মাজান, ইতিহাস, কাবুলিওয়ালাসহ বেশকিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন এ পরিচালক। পাশাপাশি অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। লিখেছেন চিত্রনাট্য। তার পরিচালিনায় ৫০তম চলচ্চিত্র ‘বীর’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।