জুমবাংলা ডেস্ক : অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় তাকে। এরপর থেকেই ফারহান ভক্তদের কপালে চিন্তার ভাঁজ। এখন কেমন আছেন প্রিয় অভিনেতা। অবশেষে ফারহানের শারীরিক অবস্থা জানাল তার পরিবার।
বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন অভিনেতা। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ফারহানের মামা আব্দুল্লাহ মামুন বলেন, ফারহানের ভাইরাল ফিভার হয়েছে। বাড়তি সতর্কতার জন্য আইসিইউতে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো আছে।
ফারহানের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচণ্ড শীত অনুভূত হলে নাটকের প্রোডাকশন টিম দ্রুত ৫-৬টি কম্বল দিয়ে তার শীত নিবৃত করার চেষ্টা করলেও তাতে কোনো লাভ হচ্ছিল না। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে।
বাবা-মা নিয়ে স্থায়ী হওয়া যাবে না কানাডায়, বিপাকে বাংলাদেশিরা
হাসপাতাল সূত্র জানায়, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যাথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।