
নিজস্ব প্রতিবেদক: ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন র্যামের উৎপাদন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ওয়ালটন বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছে। দেশের স্বপ্ন পূরণ করেছে ওয়ালটন। আইসিটি খাতে বাংলাদেশ এখন উৎপাদনকারী দেশ। ভবিষ্যতে আমরা রফতানিকারক দেশে হবো।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) অডিটোরিয়ামে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন র্যামের (র্যানডম অ্যাকসেস মেমোরি) উৎপাদন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, ওয়ালটন দেশের ভোক্তাদের আস্থা অর্জন করতে শুরু করেছে। ভবিষ্যতে ওয়ালটন আন্তর্জাতিক বাজার ধরতে সক্ষম হবে বলে আমি আশা রাখি। আজ তারা র্যাম উৎপাদন করেছে। একদিন দেখা যাবে তারা আইসিটির সকল পণ্য তৈরিতে সক্ষম হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং এনবিআর চেয়ারম্যান মো.মোশাররফ হোসেন ভূঁইয়াসহ বাংলাদেশ সরকার এবং ওয়ালটনের ঊর্ধতন কর্মকর্তাগণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।