আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের অধিকৃত অঞ্চলের যুদ্ধাপরাধ তদন্তের অধিকার আছে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইসরায়েলি যুদ্ধাপরাধীদের নিয়ে আইসিসির তদন্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এ পক্রিয়ায় অধিকৃত এলাকার ক্ষতিগ্রস্তরা ন্যায়বিচার পাবে বলে আশা করছেন ফিলিস্তিনিরা।
গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ আদালত জানায়, ২০০৪ সালের গাজা হামলাকালে ইসরায়েল সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের তদন্তের অধিকার রাখে। তাছাড়া ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের অধিকৃত অঞ্চল গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমেও আইসিসির তদন্তের অধিকার আছে।
প্যালেস্টাাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর সাবেক সদস্য হানান আসরাবি বলেন, আইসিসির এমন সিদ্ধান্তের মানে হলো, ইসরায়েলকেও বিচারের সম্মুখীন করা হবে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরের পর ইসরায়েলের যুদ্ধাপরাধ নিয়ে আইসিসি তদন্তের ঘোষণা দেয়। আশরাবি বলেন, এর আগে আইসিসি চাপের মুখে ছিল। এখন যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়া উচিত।
ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিস্লেম আইসিসির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলে, এর ফলে ইসরায়েলের পদক্ষেপে গভীর প্রভাব ফেলবে এবং দায়মুক্তির অবসান করবে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আইসিসির সিদ্ধান্ত আসার দিনটিকে ‘জবাবদিহির জন্য ঐতিহাসিক দিন’ হিসেবে আখ্যায়িত করেছে। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের প্রধান আহমদ দিক বলেন, আইসিসির সিদ্ধান্ত ভূক্তভোগী ব্যক্তি ও আন্তর্জাতিক ন্যায়বিচারের বিজয় বহন করে।
সূত্র : আরব নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।