আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারে মনোনীত সাকিব

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এরই মধ্যে একবার জিতেছেন আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ তথা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এবার দ্বিতীয়বারের মতো এ পুরস্কারের জন্য মনোনীত হলেন তিনি। অক্টোবর মাসে বিশ্বকাপের প্রথম পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেলেন সাকিব। তার সঙ্গে অন্য দুই প্রতিদ্বন্দ্বী হলেন পাকিস্তানের আসিফ আলি ও নামিবিয়ার ডেভিড উইজ।

এছাড়া নারী ক্রিকেটে অক্টোবর মাসের সেরা খেলোয়াড়ের জন্য মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের ম্যারি অ্যান মুসোন্দা এবং আয়ারল্যান্ডের দুই খেলোয়াড় লরা ডিলানি ও গ্যাবি লুইস।

গত জুলাই মাসে প্রথমবারের মতো সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন সাকিব। তার আগে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে মে মাসে এই পুরস্কার জেতেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

এবার বিশ্বকাপে অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে আরও একবার প্লেয়ার অব দ্য মান্থ হওয়ার সম্ভাবনা জাগালেন সাকিব। তিনি অক্টোবরে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১৩১ রান ও মাত্র ৫.৫৯ ইকোনমি রেটে নিয়েছেন ১১টি উইকেট।

তার দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ডেভিড উইস নামিবিয়ার হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে ২৭ গড় ও ১৩২ স্ট্রাইকরেটে ১৬২ রানের পাশাপাশি মাত্র ৭.২৩ ইকোনমি রেটে শিকার করেছেন ৭টি উইকেট।

অন্যদিকে পাকিস্তানের আসিফ আলি প্রথমে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ২৭ রানের ক্যামিও খেলে দলকে জেতান। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৯তম ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে দলকে জেতানোর সুবাদে মনোনয়ন পেয়েছেন মাসের সেরা খেলোয়াড় পুরস্কারে।