ঘরের মাঠে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটে-বলে লঙ্কানদের কাছে একদমই ধরাশায়ী হয় স্বাগতিকরা। আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৮০ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ করে ১৮৮ রান। পরে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা। পরে ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসেও ব্যাটারদের ব্যর্থতা ছিলো চোখে পড়ার মতো। বিশেষ করে শান্ত-লিটনের দৃষ্টিকটু আউট নজরে পড়ে সবার। বাকি ব্যাটারদের ব্যর্থতার মধ্যেও দ্বিতীয় ইনিংসে উজ্জ্বল ছিলেন মুমিনুল হক। দারুণ দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৪৮ বলে ৮৭ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। সেই ইনিংসের সুবাদে আইসিসির নতুন হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে এগোলেন তিনি।
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে টেস্টে ব্যাটারদের মধ্যে ৮ ধাপ এগিয়ে ৫০তম স্থানে উঠে এসেছেন মুমিনুল। বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানো ধনঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসও র্যাঙ্কিংয়ে দিয়েছেন বড় লাফ। ১৫ ধাপ এগিয়ে ধনঞ্জয়া উঠে এসেছেন ১৪ নম্বরে। অন্যদিকে ২ টেস্ট খেলা কামিন্দু র্যাঙ্কিংয়ে ঢুকে জায়গা পেয়েছেন ৬৪তম স্থানে।
বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতি করে ৩৮তম স্থানে উঠেছেন কাসুন রাজিথা। ৭ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠেছেন বিশ্ব ফার্নান্দো। লাহিরু কুমারা এগিয়েছেন ৬ ধাপ, রয়েছেন ৪৬তম স্থানে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে ৫ ধাপ উন্নতি করে ২৫ নম্বরে আছেন ধনঞ্জয়া ডি সিলভা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।