স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি জিততে পারেনি বাংলাদেশ। তবে ১-১ সমতায় শেষ করা সিরিজটিতে যে পারফরম্যান্স দেখিয়েছে টাইগার বোলাররা, সেটার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও নাঈম হাসানের। বুধবার আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে এসব তথ্য উঠে আসে।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে একটি এবং দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট নেন তিনি। তাতেই ৯ ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫৮তম স্থানে জায়গা করে নিয়েছেন ২২ বছর বয়সি পেসার। ওই টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট নিয়ে ৫ ধাপ এগিয়েছেন অফস্পিনার নাঈম হাসান।
বর্তমানে তিনি আছেন ৪৪তম স্থানে। দুই ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন মিরাজ। মিরপুরে মোট ৬ উইকেট নেন তিনি। ১০ উইকেট নিয়ে সিলেট টেস্টে টাইগারদের স্মরণীয় জয়ের নায়ক ছিলেন তাইজুল ইসলাম, মিরপুরেও ৫ উইকেট নেন তিনি। তাতে ১৪ নাম্বার জায়গাটা ধরে রাখতে সক্ষম হয়েছেন বাঁহাতি স্পিনার। শীর্ষ স্থানটি দখলে রেখেছেন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।