Views: 133

Coronavirus (করোনাভাইরাস) খেলাধুলা

আইসিসি সদর দপ্তরে করোনার থাবা

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাস থেকে যেন রেহাই মিলছে না। এবার করোনার থাবা পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা-আইসিসির সদর দপ্তরে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বেশ কয়েকজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। নিয়ম অনুযায়ী তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে কর্মচারীদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বার্তা দেয়নি আইসিসি।


এদিকে স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে আগামী কয়েকদিন বন্ধ থাকতে পারে আইসিসির সদর দপ্তর। তবে কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজের নির্দেশনা দিতে পারে আইসিসি।

মূল সদর দপ্তর বন্ধ থাকলেও একাডেমি খোলা থাকবে বলে জানানো হয়েছে। কেননা আইপিএলের ছয়টি দল আইসিসির একাডেমিতে নিজেদের ক্যাম্প করেছে। একাডেমি এখনও নিরাপদ আছে বলে নিশ্চিত করেছে আইসিসি।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানায়, যে কর্মচারীরা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও আইসোলেশনে পাঠিয়েছে আইসিসি।

তবে এ ঘটনায় আইপিএলের দলগুলোর সুরক্ষা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না বলে নিশ্চিত করা হয়েছে আইসিসির পক্ষ থেকে।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool


আরও পড়ুন

বিসিবি’র ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ’ টুর্নামেন্ট হবে নভেম্বরে

Saiful Islam

করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে ম্যারাডোনা

Saiful Islam

মুম্বাইকে ১৬৫ রানের লক্ষ্য দিল ব্যাঙ্গালুরু

Saiful Islam

বার্সা থেকে গ্রিজমানকে দলে আনার প্রস্তাব দিতে প্রস্তুত ফরাসি ক্লাব লিও

Mohammad Al Amin

২৫ হাজার দর্শক থাকবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বক্সিং ডে টেস্টে

Mohammad Al Amin

সিলেট বিভাগে ২৪ ঘন্টায় করোনায় সুস্থ ৪৬

azad