বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। আগামী ২৯ জুনের মধ্যে নির্দিষ্ট মডেলের অপো ডিভাইস কেনায় উপহার এবং ক্যাশব্যাক সুবিধা উপভোগ করা যাবে।
অপো ‘রেনো ৮টি’ স্মার্টফোনের সঙ্গে ঈদ উপহার হিসেবে মিলবে রেনো ৮ ব্যাকপ্যাক। এই ফোনে রয়েছে অত্যাধুনিক ফাইবারগ্লাস-লেদার স্টিচিং ডিজাইনকৃত ৪০ এক্স মাইক্রো লেন্স ক্যামেরাসহ ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা, ৮ রঙের অরবিট লাইট, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন।
‘এ৭৭’ মডেলের স্মার্টফোনে রয়েছে ফাইবারগ্লাস লেদার ফ্ল্যাট-এজ ডিজাইন, এর চার্জিং ক্যাপাসিটি ৩৩ডব্লিউ এসইউপিইআরভিওওসি চার্জিং ক্যাপাসিটি, ৫০ মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা, ৪ জিবি+৪ জিবি এক্সটেন্ডেড র্যাম, ১২৮ জিবি রম, আল্ট্রা লিনিয়ার স্টেরিও স্পিকারস। এই ফোনের সঙ্গে উপহার হিসেবে থাকছে সাকিব আল হাসান সিগনেচার টি-শার্ট।
আলট্রা-থিন ফ্ল্যাট-এজ রেট্রো ডিজাইন, ডুয়াল অরবিট লাইট, ৬ এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৫জি চিপসেট, বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট ২.০ এবং এএমওএলইডি এফএইচডি+ ডিসপ্লে সুবিধার ‘এফ২১ প্রো ৫জি’ মডেলের স্মার্টফোনের সঙ্গে উপহার হিসেবে মিলবে সাকিব আল হাসান সিগনেচার ব্যাক কভার।
এছাড়া ‘এ১৭’ মডেলের স্মার্টফোন কেনায় রয়েছে ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিসট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং ঈদ অফার সম্পর্কে জানান, ‘উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে অপো আশাবাদ ও অনুপ্রেরণা ছড়িয়ে দেয়। বর্তমানে কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা এক সম্ভাবনাময় ভবিষ্যতে বিশ্বাস রাখি। ঈদুল আজহা উপলক্ষে আকর্ষণীয় সব অফারের মধ্য দিয়ে আমরা গ্রাহকদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে চাই। আমাদের বিশেষ ডিলগুলো গ্রাহকদের প্রিয় অপো ডিভাইস কেনার অভিজ্ঞতাকে আরো আনন্দময় করে তুলবে।’
https://inews.zoombangla.com/galaxy-s24-ultra-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9f%e0%a6%86%e0%a6%aa%e0%a7%87/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।