একটি চিল মাত্র দু–তিনবার পাখা নেড়ে আকাশে অনেকক্ষণ ধরে ভেসে বেড়ায়, কিন্তু চড়ুই পাখি আকাশে ওড়ার সময় বারবার পাখা নাড়ায়। কেন? এই প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক।
এর সহজ উত্তর হলো, চিলের পাখাগুলো ছোট্ট পাখি চড়ুইয়ের চেয়ে অনেক বড়। চিলের সুবিধা হলো সে তার বড় পাখার ঝাপটায় বেশি বাতাস নিচের দিকে ঠেলে দিতে পারে। একই সঙ্গে বুকের সামনের দিকের অংশে বাতাসের চাপ বেশি সহজে নিতে পারে বলে সহজে সামনের দিকে এগিয়ে যেতে পারে।
এই অবস্থায় বাতাস দ্রুত পাখার ওপর দিয়ে চলে যায়। এর ফলে তার শরীরের ওপরের দিকের অংশে বাতাসের ঘনত্ব নিচের অংশের তুলনায় কমে যায় এবং ওপরমুখী চাপ বাড়ে। এটা চিলকে বেশি সময় আকাশে ভেসে থাকতে সাহায্য করে। কিন্তু সে তুলনায় চড়ুই বা অন্য যেকোনো ছোট পাখি ছোট পাখা দিয়ে বেশি বাতাস সরাতে পারে না। তাই তাকে ঘন ঘন পাখা নাড়াতে হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।