বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অন্ধকার আকাশ চিড়ে ছুটে চলা এক উজ্জ্বল সাদা আলো দেখে স্থানীয় বাসিন্দারা তাজ্জব বনে গেছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ভারতের পাঞ্জাবের পাঠানকোট এলাকায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা ৭টার অল্প কিছু সময় আগে এই ঘটনা ঘটে।
সেখানকার এক বাসিন্দা এনডিটিভিকে জানিয়েছে, আমরা উজ্জ্বল আলোর দ্রুত গতিশীল বস্তুটিকে দেখেছি। আলোটিকে দূর থেকে ঠিক ট্রেনের মতো দেখা যাচ্ছিল। আলোটি খুব উজ্জ্বল এবং সাদা ছিল। এই প্রথম আমরা এরকম কিছু দেখলাম। আকাশে পুরো পাঁচ মিনিট ওই আলো দেখা যায়। তারপর এটি অদৃশ্য হয়ে যায়।
এদিকে, ওই সময়কার ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই বাসিন্দার কথার সত্যতা মিলেছে।
এর আগে চলতি বছরের শুরুর দিকে, গুজরাটের জুনাগড় এবং আশেপাশের অঞ্চলে আকাশ জুড়ে রহস্যময় উজ্জ্বল জ্বলন্ত আলোকমালা দেখা গিয়েছিল।
সে সময় ওই উজ্জ্বল জ্বলন্ত আলোকমালাকে পৃথিবীর কক্ষপথের কিছুটা নিচু দিয়ে উড়ে যাওয়া স্যাটেলাইট বলে ধারণা করেছিলেন বিশেষজ্ঞরা।
তবে তাৎক্ষণিকভাবে পাঠানকোট এলাকায় আলোর ব্যাপারে কোনো বিশেষজ্ঞের মন্তব্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।