আন্তর্জাতিক ডেস্ক : পোখরানে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হেলিনা-র সফল পরীক্ষা সেরে ফেলল ডিআরডিও, সেনাবাহিনী ও বায়ুসেনা। এখন আকাশ থেকেই ঘায়েল হবে শত্রু ট্য়াঙ্ক। সোমবার পোখরানে কপ্টার থেকে ছোড়া হেলিনা আঘাত করল নিখুঁত নিশানায়।
হেলিনা-র পাল্লা কত? ডিআরডিও সূত্রে খবর, ইনফ্রা রেড গাইডেড এই মিসাইলের পাল্লা ৭ কিলোমিটার। আজ এটিকে ধ্রুব কপ্টার থেকে পরীক্ষা করা হয়। ডিআরডিও-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, হাই অল্টিটিউডেও এটি সমান দক্ষ।
ডিআরডিও তৈরি এই মিসাইলের পরীক্ষা শুরু হয় ২০১৮ সালে। তার পর থেকে দ্রুত এটিকে আরও উন্নত করা হয়েছে। যে কোনও আবহাওয়ায়, যে কোনও উচ্চতায় এটি কাজ করতে সক্ষম। চপার থেকে ছোড়ার উপযোগী করে এটিকে এবার গড়ে তোলা হল। যে কোনও দিক থেকেই এটি শত্রু ট্য়াঙ্ককে আক্রমণ করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।