শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় রপ্তানির জন্য আখাউড়া স্থলবন্দরে ট্রাক ভর্তি ২ হাজার কেজি পদ্মার ইলিশ মাছ অপেক্ষায় রয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্দরে এ ট্রাক দেখা গেছে।
কাস্টমস সূত্র জানায়, বাংলাদেশি ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান মাতাব এন্ড সন্স এবং ভারতীয় আমদানিকারক প্রতিষ্ঠান পরিতোষ বিশ্বাসের মাধ্যমে বাণিজ্যটি পরিচালিত হচ্ছে। বন্দরে ইলিশ ছাড়করণের দায়িত্বে রয়েছে শাকিয়াত কনস্ট্রাকশন। প্রতিটি ইলিশের ওজন প্রায় ১.২ থেকে ১.৫ কেজি।
সরকার বিশেষ অনুমোদনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মোট ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। ৩৭টি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট পরিমাণে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে মাতাব এন্ড সন্সকে দেওয়া হয়েছে ৫০ টন। রপ্তানিতে প্রতি কেজি ইলিশের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫০ মার্কিন ডলার (প্রায় ১,৫২৫ টাকা)।
আখাউড়া বন্দরের কাস্টমস কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান জানিয়েছেন, ট্রাকের কাগজপত্রের কাজ শেষে ইলিশ দ্রুত ভারতে প্রবেশ করতে পারবে। উল্লেখ্য, ইলিশ রপ্তানি ২০১২ সালে উৎপাদন সঙ্কটের কারণে বন্ধ করা হয়েছিল, তবে ২০১৯ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে সীমিত পরিমাণে পুনরায় রপ্তানির সুযোগ দেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।