পুঁজিবাজার ডেস্ক : অন্তর্বর্তী লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট থাকায় আগামীকাল পুঁজিবাজারে গ্রামীণফোন লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের জন্য ৯০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে গ্রামীণফোনের পর্ষদ। প্রতিষ্ঠানটি তার কর-পরবর্তী মুনাফার ৬৭ শতাংশ লভ্যাংশ হিসেবে প্রদান করবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামীকাল।
চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোনের রাজস্ব আয় গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭ হাজার ৯০ কোটি টাকায় দাঁড়িয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ১ হাজার ৮০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রথমার্ধে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৩৭ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ১২ টাকা ১০ পয়সা। ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ১৫ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার গ্রামীণফোন শেয়ারের সর্বশেষ দর ছিল ৩৩৭ টাকা ৪০ পয়সা। সমাপনী দর ছিল ৩৩৭ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩১৬ টাকা ও ৪১৯ টাকা ৯০ পয়সা।
২০০৯ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।