Advertisement
জুমবাংলা ডেস্ক : তিতাস গ্যাসের জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
আজ বুধবার (২৬ আগস্ট) তিতাস গ্যাসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য দু’টি আলাদা শাটডাউনের একটির জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জিয়া সরণি, জুরাইন, ধোলাইরপাড়, জুরাইন মেডিক্যাল রোড, জুরাইন মাদরাসা রোড, এ কে স্কুল রোড, মীর হাজারীবাগ এবং অন্যটির জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইরাকি কবরস্থান গলি ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।