স্পোর্টস ডেস্ক: চলতি বছরের জুনের তৃতীয় সপ্তাহে জিম্বাবুয়ে সফরে যাবে টাইগাররা। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
শ্রীলঙ্কা সফরে ভেন্যু ও কোয়ারেন্টিন প্রোটোকল নিয়ে চলতি সপ্তাহেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে করোনা ভ্যাকসিন নেয়ার পরই ঘরোয়া ক্রিকেট মাঠে গড়াবে বলে নিশ্চিত করেছেন সিইও।
এর আগে তিন ফরম্যাট মিলিয়ে ১০৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। গেলো বছর ফেব্রুয়ারিতেও জিম্বাবুইয়ানরা এসেছিলো বাংলাদেশে।