স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে এখনও প্রস্তুতি শুরু করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের চেষ্টা করবে বিসিবি। এমনটাই জানিয়েছেন, বিসিবির পরিচালক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস।
তবে বিপিএলের আগামী আসরে বিদেশি খেলোয়াড়রা খেলতে আসবেন কিনা সেটা নিয়ে শঙ্কার কথা স্বীকার করে নিয়েছেন বিসিবি কর্মকর্তা জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন, বিপিএলকে ঘরোয়া টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করছি। এখানে অনেক আন্তর্জাতিক ক্রিকেটার এসে খেলেন। যে পরিস্থিতি এখন আন্তর্জাতিক ক্রিকেটাররা আসবে কি আসবে না সেটা বড় প্রশ্ন। ফ্রাঞ্চাইজিরা প্রস্তুত কিনা সেটাও জানা জরুরী। আগস্ট মাস যাক। সেপেটম্বরে আমরা চিন্তা ভাবনা করবো। ডিসেম্বর-জানুয়ারিতে আমাদের স্লট আছে। সেখানে আমরা আয়োজনের চেষ্টা করবো।
বাংলাদেশে করোনা পরিস্থিতির এখনও কোনও উন্নতি হয়নি। করোনা আক্রান্তের সূচক নিম্নগামী হলে বিপিএল নিয়ে চিন্তা ভাবনা করা যেত বলে মনে করেন জালাল ইউনুস। সে কারণেই পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছেন তারা।
বিসিবির এই মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, করোনাভাইরাসের পরিস্থিতি কিন্তু উন্নতি হয়নি। যদি করোনা আক্রান্তের সূচক নিম্নগামী হতো তাহলে কিন্তু আমরা চিন্তাভাবনা করতে পারতাম। এখন পরিস্থিতিটা ওরকমই আছে নয়তো বাড়ছে। সেজন্য আমরা অবজার্ভ করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।