Views: 37

জাতীয়

আগামী তিনদিনে সারাদেশে তাপমাত্রা আরও বাড়তে পারে

তাপমাত্রা বাড়াজুমবাংলা ডেস্ক: রাঙামাটি, চাঁদপুর, মাঈজদীকোর্ট এবং সৈয়দপুর অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আগামী তিনদিনে সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে। দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ২০ দশমিক ৯ ডিগ্রি সেলয়িাস।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

এছাড়া দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে এবং সোমবার সূর্যোদয় ভোর ৫ টা ১৫ মিনিটে।

আরও পড়ুন

রাত থেকে দেশের যে এলাকায় কঠোর লকডাউন

rony

প্রাথমিক সমাপনী পরীক্ষা হচ্ছে না, যেভাবে প্রমোশন

rony

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

rony

দীর্ঘ যানজট কমাতে গাজীপুর-ঢাকা বিশেষ ট্রেন চালু

rony

মা-বাবা-বোনকে খুন: সামনে আসছে যেসব চাঞ্চল্যকর তথ্য

rony

দুই স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, যার জিম্মায় দেওয়া হলো ত্ব-হাকে

globalgeek