কোন ফোনের কত দাম হবে?
Tipster অভিষেক যাদব জানিয়েছেন Redmi 12 4G ফোনটি দুটো স্টোরেজ মডেলে লঞ্চ করবে। বেস মডেলে থাকবে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, এটির দাম পড়বে 9,999 টাকা। আর টপ এন্ড মডেলে থাকবে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ।
Redmi 12 5G ফোনটিও দুটো স্টোরেজ মডেলে লঞ্চ করতে চলেছে। এই ফোনের বেস মডেলে গ্রাহকরা পাবেন 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এটির দাম পড়বে 13,999 টাকা। অন্যদিকে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল থাকবে টপ এন্ড মডেলে।
যদিও এগুলো কোনটাই অফিসিয়াল দাম নয়। Redmi এর এই বাজেট ফোনের দাম আদতে কত হবে সেটা 1 অগাস্টে জানা যাবে।
Redmi 12 4G তে কী কী ফিচার থাকবে?
1. এই ফোনে একটি প্রিমিয়াম লুক পেয়ে যাবেন। ক্যামেরার লেন্সের পাশে সিলভার মেটালিক রিমস আছে। অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে চলবে এই ফোন।
2. এই ফোনের প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর। এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। ফলে মোটের উপর ভালই ছবি তোলা যাবে এই ছবির সাহায্যে।
3. এই ফোনের ডিসপ্লেতে 6.79 ইঞ্চির একটি Full HD ডিসপ্লে থাকবে যেখানে 90 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। এই ফোনের ডিসপ্লেতে পাঞ্চ হোল কাট আউট থাকবে।
4. এই ফোনের তিন পাশে পাতলা বেজেল থাকবে। তবে নিচের দিকে এই ফোনের বেজেল একটু মোটা হবে। এটির ওজন হবে 198.5 গ্রাম।
5. গ্রাহকরা এখানে 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি পাবেন। এই ফোনটি বাজারে তিনটি রঙে কেনা যাবে। এই তিনটি রং হল প্যাস্টেল ব্লু, মুন শাইন সিলভার, ক্লাসিক ব্ল্যাক।
6. Snapdragon 4 Gen 2 প্রসেসরের সাহায্যে চলবে এটি। ফলে একটা স্মুদ পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনে। আর এই প্রসেসর নিয়ে যদি সত্যি এই ফোন লঞ্চ করে তবে এটাই প্রথম ফোন হবে যেখানে এই প্রসেসর দেখা যাবে।
7. Redmi 12 5G ফোনটিতে একই ফিচার থাকবে বলে অনুমান করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।