কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আসন্ন শিক্ষক সমিতির নির্বাচনকে ঘিরে দ্বিধাবিভক্ত হওয়া নীল দলের দুই প্যানেল হতেই নির্বাচনী ইশতেহার ঘোষণার পর উভয়পক্ষের আগের নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর) রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷
নতুন নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ এবং নির্বাচন কমিশনার হিসেবে রসায়ন বিভাগের ড. এ. কে. এম. রায়হান উদ্দিন ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তবে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের উভয়পক্ষের দুই প্যানেলই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।