জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতিতে দেশের ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টি এবং তাপমাত্রা বৃদ্ধির আভাস দেওয়া হয়েছে। আজকের আবহাওয়া খবর অনুযায়ী, এই পূর্বাভাস সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া হয়েছে।
Table of Contents
আজ সোমবারের পূর্বাভাস
আজকের আবহাওয়া খবর অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবারের পূর্বাভাস
আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা এদিন প্রায় অপরিবর্তিত থাকবে বলে আজকের আবহাওয়া খবর জানিয়েছে।
বুধবারের পূর্বাভাস
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবারের পূর্বাভাস
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবারও একই আবহাওয়া বিরাজ করতে পারে বলে আজকের আবহাওয়া খবর জানিয়েছে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। এই সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
তাপমাত্রা ও বৃষ্টিপাতের তথ্য
গতকাল রবিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, পরিমাণ ছিল ৩৫ মিলিমিটার।
রাজশাহীতে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত: ঢাকাগামী ট্রেন দুর্ঘটনা
আজকের আবহাওয়া খবর অনুযায়ী, দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা বৃদ্ধির দিকেই যাচ্ছে। সপ্তাহজুড়ে আবহাওয়া মিশ্র থাকবে, শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।