Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজস্থানে অবস্থিত আজমির শরিফে গিলাফ উপহার দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শুক্রবার এ সংক্রান্ত বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। এ সময় উপস্থিত ছিলেন দেশটির কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী মুখতার আব্বাস নাকভি।
গত বছরও নরেন্দ্র মোদি আজমির শরিফে গিলাফ দিয়েছিলেন।
রাজস্থান রাজ্যের উত্তর-পূর্বে অবস্থিত আজমির শরিফ। পাহাড়বেষ্টিত আনা সাগরের তীরে ৪৮৬ ফুট উচ্চতায় দৃষ্টিনন্দন সবুজ উদ্যানে সমন্বয় ঘটেছে ধর্ম, ইতিহাস আর স্থাপত্য নিদর্শনের। আজমির শুধু মুসলমানদের তীর্থস্থান নয়, এটি ভারতের সব ধর্মের মিলনস্থলে পরিণত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।