স্পোর্টস ডেস্ক: সাউদাম্পটনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে তরুণ জ্যাক ক্রলি ও অভিজ্ঞ জস বাটলারে সেঞ্চুরির সুবাদে শেষ পর্যন্ত ৮ উইকেটে ৫৮৩ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মনে করেন, বাটলারের সেঞ্চুরি আর ক্রিস ওকসের ঝড়ো ইনিংসের কারণে সাউদাম্পটনের তৃতীয় টেস্টে পিছিয়ে পড়েছে পাকিস্তান। আর এ জন্য অধিনায়ক আজহার আলীকে দুষছেন তিনি।
আজহার আলীর কড়া সমালোচনায় ওয়াসিম আকরাম বলেন, খেলায় বেশ কয়েকটি কৌশল অবলম্বনে ভুল করেছে বা প্রয়োগই করেনি পাক অধিনায়ক। নেতৃত্বের বিষয়ে এটি মানা যায় না। বাটলার ও ওকসকে ম্যাচ দখলে নিয়ে যেতে দিয়েছে সে। ওই সময় বোলারদের দিয়ে কোনও বাউন্সার বা শর্টপিচ ডেলিভারি করায়নি আজহার। এতেই এমনটি ঘটেছে।
প্রসঙ্গত, টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ১২৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল। পরে জ্যাক ক্রলি ও জস বাটলারের দারুণ ব্যাটিংয়ে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সাউদাম্পটন টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নেন স্বাগতিকরা। পঞ্চম উইকেটে ক্রলি ও বাটলারের ৩৫৯ রানের ম্যারাথন জুটিতে দ্বিতীয় দিনে পাকিস্তানের সিরিজ বাঁচানোর স্বপ্ন ফিকে হয়ে যায়। এই জুটি ভাঙার পর দ্রুত রান তুলেছেন ক্রিস ওকস (৪০)।
তথ্যসূত্র: ক্রিকেট অ্যাডিক্টর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।