Advertisement
জুমবাংলা ডেস্ক : বগুড়ার শিবগঞ্জে আযান দিতে গিয়ে এক স্কুল ছাত্রের আকস্মিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জগন্নাথপুর দক্ষিন পাড়া গ্রামে এঘটনা ঘটে। মৃত স্কুল ছাত্রের নাম ফরহাদ হোসেন। সে ঐ এলাকার বাবলু গাছুর ছেলে ও জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আছরের নামাজের আযান দেয়া শেষ হবার সাথে সাথেই আকস্মিক মৃত্যু হয় ফরহাদের।
স্থানীয়রা জানায়, গ্রামের মসজিদে আছরের আযান দিচ্ছিলো ফরহাদ। আজান শেষে “লা ইলাহা ইল্লাল্লাহ” বলার পরই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।