আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মুক্তাঞ্চলে পুনর্গঠন ও উন্নয়নমূলক কাজ করার জন্য তেহরান পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আজ (সোমবার) আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামুফের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন। খবর পার্সটুডে’র।
জারিফ আরও বলেন, আর্মেনিয়ার কাছ থেকে মুক্ত হওয়া নাগার্নো-কারাবাখ অঞ্চলের উন্নয়নে সহযোগিতা করতে পারে ইরান। বিশেষকরে ইরানের সীমান্তবর্তী মুক্তাঞ্চলে উন্নয়ন কাজ করতে তেহরান আগ্রহী।
আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের যুদ্ধ অবসানের পর এই প্রথম সেদেশ সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি সেখানে পৌঁছে যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। একইসঙ্গে আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জারিফ বলেন, নতুন পরিস্থিতি গোটা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে নয়া অধ্যায়ের সূচনা করেছে। এই পরিস্থিতি সব পক্ষের জন্যই মঙ্গলজনক।
এ সময় আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান আজারবাইজানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়ে যে নীতি-অবস্থান ঘোষণা করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। দুই দেশের মধ্যে সম্পর্ক প্রত্যাশিত পর্যায়ে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি সম্পর্ক আরও জোরদারের কথা বলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।