অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ (সোমবার, ৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এটি শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে।
রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য স্বীকৃত সাংবাদিকদের আবেদন জানানো হয়েছে।
সরকারের দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেসব ব্রিফিং দেওয়া হয়েছে, সেগুলো সাধারণত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি বা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনায়’ অনুষ্ঠিত হয়েছে। তবে এবারই প্রথম সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে কোন বিষয়ে বিস্তারিত আলোচনা হবে তা এখনও জানানো হয়নি। সাংবাদিকরা মূলত সরকারের চলমান কর্মকাণ্ড ও নীতি-নির্ধারণ সম্পর্কিত তথ্য জানতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



