স্পোর্টস ডেস্ক: আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ মিশনে লাল-সবুজের প্রতিনিধিদের সামনে এবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।
সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যেতে এই ম্যাচে ইংলিশদের হারানোর বিকল্প নেই। তবে হাইভোল্টেজ এই ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একাদশে। আর কি পরিবর্তন হচ্ছে যাচ্ছে, সেই উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে টস হওয়া পর্যন্ত।
ইংলিশদের বিপক্ষে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের মধ্যে যেকোনো একজন ছিটকে যেতে পারেন একাদশ থেকে। তবে ধারণা করা হচ্ছে, রিয়াদই একাদশ থেকে বাদ পড়তে পারেন। আর তার পরিবর্তে একাদশে জায়গা করে নিতে পারেন একজন বাড়তি স্পিনার। সেক্ষেত্রে ইংলিশদের বিপক্ষে দেখা মিলতে পারে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের।
এদিকে আফগানদের বিপক্ষে ষষ্ঠ বোলারের অভাবও স্পষ্টই টের পেয়েছে লাল-সবুজেরা। সেই চিন্তা থেকেই একাদশে একজন বাড়তি বোলিং অলরাউন্ডার খেলানোর প্রবল সম্ভাবনা।
ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।