জুমবাংলা ডেস্ক : আজ (১৮ সেপ্টেম্বর) গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
গত মঙ্গলবার গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশনের তেতুইবাড়ি এলাকায় অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজের প্রথম সমাবর্তন বুধবার। এদিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর গাজীপুর আগমন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাকে স্বাগত জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেস্টুন লাগিয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।