বিনোদন প্রতিবেদক: এক সময় বিটিভির নাটক ও ধারাবাহিক ছিলো দেশের প্রতিটি মানুষের কাছেই জনপ্রিয়। বিনোদনের একমাত্র সার্থক ক্ষেত্র। কিন্তু আকাশ সংস্কৃতির কারণে সেই জনপ্রিয়তায় ভাটা পড়ে। তার পরেও বিটিভির মাধ্যমে নাটকে যে জনপ্রিয়তা প্রকাশ পেয়েছিলো আজ তা আবার নতুন আঙ্গিকে প্রকাশের চেষ্টা করছে কর্তৃপক্ষ।
এরই ধারাবহিকতায় বিটিভিতে আজ (২২ আগস্ট) থেকে শুরু হচ্ছে তারকাবহুল দুটি নতুন ধারাবাহিক নাটক। একটি হচ্ছে আহমেদ রেজাউর রহমানের রচনায় ‘সিনেমায় যেমন হয়’ আর অন্যটি মীর সাব্বিরের রচনায় ‘বিদেশি ছেলে’। প্রথমটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ আর দ্বিতীয়টি ইয়াসির আরাফাত।
নাটক দু’টি প্রচার হবে সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টা ও সাড়ে ৯টায়।
জানাগেছে ‘সিনেমায় যেমন হয়’ নাটকের গল্পে দেখা যাবে- ঢাকা শহরের মধ্যবিত্ত এক পরিবারের প্রধান আরিফ সাহেব। স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, আর শ্যালককে নিয়ে তার সংসার। শ্যালক মিজান বেকার। মিজানের ধারণা জগত সংসারে যা কিছু ঘটে তার পেছনে সিনেমার ভূমিকা রয়েছে। কারণ সিনেমা তৈরি হয় জীবন থেকে নেয়া নানান ঘটনা-দুর্ঘটনা নিয়ে। মিজানের বিশ্বাস সিনেমাতেই জীবনের নানা সংকটের সমাধান রয়েছে। এ নিরিখে মামা ভাগ্নে জীবন যাচাইয়ের কাজে নেমে যায়। জনপ্রিয় সিনেমার গল্পের মত করে সমস্যা সমাধানে চেষ্টা করে। কিন্তু ঘটতে থাকে একের পর এক বিপত্তি।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, প্রাণ রায়, সুব্রত চক্রবর্তী, গোলাম ফরিদা ছন্দা, ইমতু রাতিশ, শাকিলা আক্তার, হাফিজুর রহমান সুরুজসহ আরো অনেকে।
অন্যদিকে ‘বিদেশি ছেলে’ নাটকে দেখা যাবে দীর্ঘ ১৫ বছর বিদেশে থাকার পর ফয়েজ দেশে ফিরে এসেছে। সবাই ভীষণ খুশি। ভাই, বোন, বোনের জামাই, ভাগ্নি, পাড়া-প্রতিবেশী সবাই খুশি। ফয়েজ এখনও বিয়ে করেনি। মায়ের ইচ্ছে, ছেলের বউ দ্রুত ঘরে তুলবে। আত্মীয়-স্বজনের মাধ্যমে ফয়েজের বিয়ের জন্য তুলকালাম ঘটনা তৈরি হতে থাকে। বিদেশ থেকে ফিরে আসার পর দেশে সে কী করবে তা নিয়েও বন্ধু-বান্ধব থেকে শুরু করে উৎসাহী আত্মীয়-স্বজনের অভাব নাই। ফয়েজ মহা বিপদের মধ্যে পড়ে। নাটকটির গল্প এগিয়েছে এভাবে।
এতে অভিনয় করেছেন মীর সাব্বির, ফারুখ আহমেদ, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, দীপা খন্দকার, শাহেদ আলী সুজন, তাহমিনা মৌ, সাইদ বাবু, তানিন তানহাসহ আরো অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।