জুমবাংলা ডেস্ক: ঢাকাসহ সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ। এবার ট্রাকে নয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে পণ্য বিক্রি হবে। নভেম্বর মাসের জন্য পণ্য বরাদ্দ পাবেন ফ্যামিলি কার্ডধারীরা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজারে এই কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য মন্ত্রণালয়।
এবার একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন।
প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, চিনি ৫৫ টাকা ও মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি হবে।
গত মাসে স্থান ভেদে পেঁয়াজ বিক্রি করা হলেও এ মাসে পেঁয়াজ বিক্রির বিষয়ে কিছু জানানো হয়নি।
এদিকে, বাণিজ্য সচিব জানান, টিসিবির মাধ্যমে কম দামে কয়েকটি (চিনি, তেল, মসুর ডাল) নিত্যপণ্য বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে। সরবরাহ ঠিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।
আইএমএফ’র সঙ্গে বাংলাদেশের সাড়ে ৪ বিলিয়ন ডলারের প্রাথমিক ঋণচুক্তি সই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।