
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে ওমানের বিপক্ষে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। সৌম্য সরকারের জায়গায় একাদশে ঢুকেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।
মঙ্গলবার মাসকটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে ওমানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই।
বাংলাদেশের একাদশ :
নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


