জুমবাংলা ডেস্ক: অ্যান্টি ভ্যালেনটাইনস সপ্তাহের পঞ্চম দিন আজ। এদিন অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি পালন করা হয় ‘কনফেশন ডে’। এই দিন নিজের ভুল ত্রুটি স্বীকার করে নেয়ার দিন। তাই দিনটির নাম কনফেশন ডে।
প্রিয় মানুষটিকে কেমন লাগে সেই নিয়ে সত্য কথা বলার দিন ১৯ ফেব্রুয়ারি। সত্যি যে কোনো রকম হতে পারে। যাকে ভালো লেগেছে, যার সঙ্গে ফ্লার্ট করেছেন; এবার তাকে আপনার মনের গোপন অনুভূতির কথাটা বলুন। আরও গভীর সম্পর্কের দিকে যান। না হয়, অতীতের করা কোনো ভুলের কথা যা এতদিন বলতে পারেননি, যেজন্য লজ্জা পেয়েছেন, সংকোচ করেছেন সেটা এবার প্রকাশ করে ফেলুন।
ন্টি-ভ্যালেন্টাইনস উইকের দিনগুলো আসলে প্রেমের অন্যরকম সাধনার দিন। নজরুলের গানে রয়েছে ‘মোর ভুলিবার সাধনায় কেন সাধো বাধ’। এ আসলে সেই ভুলিবার সাধনা। এ এক অন্যরকম উদযাপন। যখন অনেক বিপরীত ক্রিয়া-প্রক্রিয়ার হাত ধরে আসলে সম্পর্কের এক ভিন্ন নতুনত্বে পৌঁছনো।
দিনটির শুরু কবে তা ঠিক জানা না গেলেও কনফেশনের ধারণা এসেছে খ্রিস্টধর্ম থেকে। বাইবেল বিশেষ একটি ধারণা কনফেশন। কনফেশনে নিজের দোষত্রুটি স্বীকার করে নিতে হয়। নিজেকে ভারমুক্ত করার জন্য এমন করতে বলা হয়।
কোনো ভুল করে থাকলে জনসমক্ষে বা লুকিয়ে কথাগুলি বলে ফেলতে হয়। এতে পাপের বোঝা কিছুটা হলেও কমে। এই দিন একইভাবে দীর্ঘদিন লুকিয়ে রাখা কথাও এই দিন বলে ফেলা যায়। প্রিয়জনকে মনের লুকোনো সত্যিটা জানালে সম্পর্ক অনেকটাই গভীর হয়।
কিন্তু কনফেশন ডে নিয়ে কি আপনার বুক দুরুদুরু? একটু ভীত-শঙ্কিত হয়ে পড়ছেন?
সূত্র: ডেইলী বাংলাদেশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।