আজ প্রার্থনা ও গণমিছিলের কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ফাইল ছবি

জুমবাংলা ডেস্ক : আজ (২ আগস্ট) শুক্রবার দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, আন্দোলনে শহীদদের স্মরণে এবং আহত, গ্রেপ্তার বা অংশগ্রহণকারীদের জন্য এ কর্মসূচি পালন করা হচ্ছে। হত্যাকাণ্ড ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির-গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে।

পরে গণমিছিল কর্মসূচি পালন করবে ছাত্র-জনতা।।

কাদের বিবৃতিতে বলেন, ‘আগামীকালের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল সফল করতে আমি শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী ও আলেম-ওলামাসহ বাংলাদেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ডিবির মতো থানাকেও আস্থার জায়গায় নেয়ার চেষ্টা করবো: হারুন