বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেতা বালা সিং। শতাধিক তামিল ছবিতে অভিনয় করেছেন তিনি। আজ বুধবার সকালে চেন্নাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃ’ত্যু’কা’লে তাঁর বয়স হয়েছিল ৬৭। অভিনেতার মৃ’ত্যু’তে শো’কের ছায়া সিনে জগতে। বিরুমন্দি , পুধুপেট্টাই, স্যমির মতো বিখ্যাত তামিল ছবিতে অভিনয় করেছিলেন এই বিখ্যাত অভিনেতা। খবর কলকাতা ২৪*৭।
কিছুদিন আগে খাদ্য বিষ’ক্রি’য়ার জেরে অ’সুস্থ হয়ে পড়েন বালা সিং। তাঁকে চেন্নাইয়ের ‘বিজয় হাসপাতালে’ ভরতি করা হয়। কিন্তু তিনি আর সুস্থ’ হতে পারলেন না। অভিনয়ের পাশাপাশি তিনি ন্যা’শনাল স্কুল অফ ড্রামায় অভিনয় শেখাতেন। তার ক্যারিয়ার শুরু হয়েছিল থিয়েটার অভিনেতা হিসাবে।
মলয়লম ছবি দিয়ে ফিল্মের জগতে প্রবেশ ১৯৮৩ সালে। তবে ১৯৯৫ সালের তামিল ছবি অবাতরম ছবিটি তাঁকে জনপ্রিয় করে। সেই ছবিতে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। উল্লাসম, সিম্মারসি, ধিনা, ভিরুমন্ডি, স্যমি, কন্নাথিল মুত্থামিত্তল ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল মগনমুনি ছবিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।