ভারত সফরে যাওয়ার আগমুহূর্তে দুই দেশের সামরিক সহযোগিতায় বড় অগ্রগতি হলো। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমা অনুমোদন দিয়েছে রাশিয়া–ভারতের গুরুত্বপূর্ণ সামরিক লজিস্টিকস চুক্তিকে। এই চুক্তি দুই দেশের কৌশলগত সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের ঠিক আগে দুই দেশে সামরিক সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হলো। বৃহস্পতিবার ডুমা অনুমোদন দিয়েছে ‘দ্য রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিকস সাপোর্ট’ নামে সামরিক চুক্তিটি, যা গত ফেব্রুয়ারিতে দুই দেশের সরকার স্বাক্ষর করেছিল।
দুই দিনের সফরে আজই ভারতে পৌঁছানোর কথা পুতিনের। তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে সামরিক সহযোগিতা ও ভূ-রাজনীতিই হবে আলোচনার কেন্দ্রবিন্দু বলে ধারণা বিশ্লেষকদের।
নতুন সামরিক চুক্তিতে স্পষ্ট করা হয়েছে—রাশিয়া থেকে ভারতে এবং ভারত থেকে রাশিয়ায় সেনা, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান কীভাবে অবস্থান নেবে, চলাচল করবে এবং লজিস্টিক সহযোগিতা পাবে। প্রয়োজন অনুযায়ী একে অন্যকে সামরিক রসদ সরবরাহ করাও থাকবে এ চুক্তির আওতায়।
ডুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোডিন বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কৌশলগত ও সর্বাত্মক। আমরা এই সম্পর্ককে মূল্য দিই। এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে।”
সূত্রঃডয়চেভেলে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



