জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের ২১তম সম্মেলনে ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৪২ নেতার (৪০ জন বিদায়ী কমিটির) নাম ঘোষণা করা হয়েছে।
ফাঁকা পদ পূরণ করে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। ফাঁকা পদে নতুন মুখ ও পুরনো নেতারাও থাকছেন। তবে মন্ত্রিসভার সদস্যরা শেষ পর্যন্ত থাকছেন কি না-সে সিদ্ধান্ত নেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টাদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে ৩ জানুয়ারি শ্রদ্ধা জানাবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে।
গণভবনে দলের নতুন সভাপতিমণ্ডলীর প্রথম সভা শেষে মঙ্গলবার(২৪ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের গেটে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান ওবায়দুল কাদের। তবে নতুন এই কমিটি থেকে বাদ যাচ্ছেন মন্ত্রীপরিষদের অনেকেই।
মঙ্গলবার প্রথম সভায় সভাপতিম-লীর সদস্যরা ৩৯ শন্য পদে নিজ নিজ পছন্দের নাম লিখে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ভার দেয়া হয়েছে দলীয় প্রধানকে। সভাপতিম-লীর সদস্যদের দেয়া নামের তালিকা যাচাই বাছাই করে কমিটি পূর্ণাঙ্গ করছেন নবমবারের মতো নির্বাচিত সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ফাঁকা পদে মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের থাকা, না থাকার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে তার ওপরই।
প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের কাউন্সিল অধিবেশনে ৯ম বারের মতো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দলের সভাপতি এবং দ্বিতীয় মেয়াদে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।